Subscribe to Feed


INTERNET: CREAT A BIG PIC WHICH CONSIST OF YOUR FRIENDS PHOTOS


নিজের ছবির মধ্যেই যদি অসংখ্য বন্ধুর ছবি থাকে তাহলে কেমন হয়? নিশ্চয়ই অনেক সুন্দর হয়। আসুন তার সাথে কিছুটা পরিচিত হয়ে নেই। মোজাইক নকশার ছবির ভেতরে থাকবে অনলাইন বন্ধুদের ছবি, এমনই ছবি বানানো যাবে ফ্রিন্টআর ওয়েবসাইট থেকে www.frintr.com এ গিয়ে ফেসবুক, মাইস্পেস বা টুইটার দিয়ে লগ-ইন করে create বাটনে ক্লিক করে সহজেই তৈরি করা যাবে বন্ধুদের ছবি দিয়ে নিজের ছবির মোজাইক
যে সামাজিক সাইট দিয়ে লগ-ইন করবেন, সেই সামাজিক সাইটের বন্ধুদের ছবি দিয়ে ওই সামাজিক সাইটের প্রফাইলে থাকা ছবিটির মোজাইক হবেআর যদি ফেসবুক, মাইস্পেস ও টুইটারএ তিনটি দিয়েই লগ-ইন করেন, তাহলে তিনটি সাইটের সব বন্ধুর ছবি দিয়ে ছবির মোজাইক তৈরি হবেতবে Use different big picture-এ যদি কোনো ছবি রাখেন ওই ছবিটি বন্ধুদের ছবি দিয়ে মোজাইক ছবি তৈরি হবে

0 comments:

Dhaka
World time

Follow us