INTERNET: ENJOY RADIO WITH YOU VLC MEDIA PLAYER
ইন্টারনেট কানেকশন থাকলে আপনি আপনার VLC মিডিয়া প্লেয়ারের সাহায্যে রেডিও শুনতে পারবেন। আর VLC মিডিয়া প্লেয়ারে রেডিও শুনতে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
১. VLC ওপেন করুন ।
২. view হতে playlist চালু করুন।
৩. Manage হতে services Discovery > Shoutcast radio listings ক্লিক করুন।
৪. দেখুন shoutcast নামে playlist পাওয়া যাবে। এবার সার্চ (search ) এ hindi টাইপ করে সার্চ দিন।
৫. এখন লিস্ট এ প্রর্দশিত hindi এর উপর ডাবল ক্লিক করুন। রেডিও চালু হবে।
৬. hindi এর লিস্টে দেখুন আরো অনেক স্টেশন আছে, তা হতে অন্যান্য গুলোও শুনতে পারবেন।
বাংলাদেশী রেডিও চ্যানাল গুলো এই পদ্ধতিতে শুনতে পারবেন না। VLC মিডিয়া প্লেয়ার না থাকলে তা নিচের লিংক থেকে বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।
Labels:
INTERNET
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment