Subscribe to Feed


INTERNET: USE ONLINE SERVER TO PROTECT YOUR FILES


ফাইলের নিরাপত্তার জন্য অনলাইনে আপলোড করে রাখতে পারেনঅনলাইনে বিভিন্ন যেসকল ফ্রি আপলোডিং সাইট আছে তার মধ্যে ড্রপবক্স অন্যতমএতে আপনি প্রাথমিকভাবে ২ গিগাবাইট জায়গা পাবেন, তবে রেফারেলের মাধ্যমে জায়গা বৃদ্ধি করতে পারবেনড্রপ বক্সের সুবিধা হচ্ছে এর নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে আপনার কম্পিউটারের লোকাল ফোল্ডারে ফাইল রাখলে তা ইন্টারনেটের সংযোগের মাধ্যমে সয়ংক্রিয়ভাবে তা আপনার একাউন্টে (অনলাইন সার্ভারে) আপলোড হয়ে যাবেএজন্য আলাদা কোন কিছু করতে হবে নাযখনই কোন ফাইল রাখুন, পরিবর্তন করুন বা মুছে ফেলূন তা সিনক্রোনাইজিং হবে১৪ মেগাবাইটের ফ্রি এই সফটওয়্যারটি www.getdropbox.com থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিনইনস্টল করার সময়ে ইচ্ছামত ফোল্ডার দেখিয়ে দিন না হলে মাই ডকুমেন্টে My Dropbox নামে একটি ফোল্ডার আসবেতবে পরবর্তিতে আপনি Dropbox Preference থেকে লোকেশন পরিবর্তন করতে পারনেএবার এই ফোল্ডারে আপনি যাই রাখুন তা ড্রপ বক্সে আপলোড হবেএই My Dropbox Public নামে একটি ফোল্ডার তৈরী হবে যার ভিতরে (এমনকি সাব ফোল্ডারেও) আপনি কোন ফাইল রেখে তার উপরে মাইসের ডান বাটন ক্লিক করে Dropbox>Copy Public Link এ ক্লিক করলে একটি লিংক পাবেন যা আপনি ওয়েব লিংক হিসাবেও ব্যবহার করতে পারবেনএছাড়াও অনলাইন থেকেও সকল ধরনের সম্পাদনা করতে পারবেন

0 comments:

Dhaka
World time

Follow us