Subscribe to Feed


INTERNET: USE CUSTOMIZED PIC IN YOUR GMAIL ACCOUNT AS BACKGROUND

সম্প্র্রতি জিমেইলে ব্যাবহারকারীদের নিজস্ব ছবি জিমেইলে ব্যাকগ্রাউন্ড ওয়াল পেপার হিসেবে ব্যাবহার করার সুবিধা দেওয়া হয়েছেফলে ব্যবহারকারীরা জিমেইলে নিজের পছন্দের ছবি ব্যবহার করতে পারবেজিমেইলে নিজের পছন্দের ছবি ব্যাবহারের জন্য জিমেইলে লগ ইন করে Mail Settings-এ ক্লিক করুনএবার Themes ট্যাবে ক্লিক করে নিচে Create your own theme-এ ক্লিক করুন, তাহলে পপআপ উইন্ডো চালু হবেএবার মূল অংশে (ওপরে) ক্লিক করলে Main Background নামে একটি রঙের চার্ট আসবে, যার নিচে Background Image-Select-এ ক্লিক করলে একটি পপআপ উইন্ডো আসবেএখানে পিকাসা অ্যালবাম(album) থেকে ছবি পছন্দ করে অথবা কম্পিউটার থেকে JPG, GIF বা PNG ফরম্যাটের ছবি আপলোড করে সেট করুনএভাবে ফুটারের ছবিও যুক্ত করতে পারেনসব শেষে Save বাটনে ক্লিক করে দেখুন জিমেইলে ছবিটি দেখা যাচ্ছে

0 comments:

Dhaka
World time

Follow us