INTERNET: USE MORE SITES AS YOUR HOMEPAGE(MOZILA FIREFOX)
আমরা যেকোন browser এর home page হিসেবে একটি মাত্র page ব্যভার করি। কিন্তু আজ এমন একটা TRICK দিব যার মাধ্যমে একাধিক homepage ব্যভার করা যাবে।
ইন্টারনেট ব্রাউজার ফায়ারফক্স চালু করলে হোম পেইজ হিসেবে যেই ওয়েব সাইটটি সেট করা থাকে তা ওপেন হয়। তবে আপনি ইচ্ছা করলে আপনার প্রয়োজনীয় একাধিক সাইটকে ফায়ারফক্সে হোম পেইজ হিসেবে ব্যাবহার করতে পারবেন। এর ফলে আপনি ফায়ারফক্স চালু করলেই আপনার প্রয়োজনীয় সাইট গুলো ওপেন হয়ে যাবে। ফায়ারফক্সে একাধিক হোম পেইজ সেট করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।
প্রথমে Tools>Options>Main এভাবে যান।
এরপর When Firefox starts থেকে Show my home page সিলেক্ট করুন।
এরপর home page এর ঘরে আপনার ওয়েব এড্রেসগুলো লিখুন। তবে প্রত্যেকটা ওয়েব এড্রেস পাইপ “ | ” চিহ্নের মাধ্যমে আলাদা করুন।
উদাহরণসরূপ: http://www.google.com|http://www.facebook.com|
http://www.yahoo.com.
এরপর ok তে ক্লীক করুন।
তারপর আপনার ফায়ারফক্সটি রিস্টার্ট করুন।
Labels:
INTERNET
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment