Subscribe to Feed


PC: USE OF FANGSION KEYS


কম্পিউটারের কি বোর্ডের ওপরের দিকে F1 থেকে F12 পর্যন্ত যে এক ডজন key আছে সেগুলোকে বলা হয় FANGSION KEYএসব কি একবার চেপেই বিভিন্ন সফটওয়্যারে নানা রকম কাজ করা যায় এখন আমরা সেগুলো সম্পর্কে ধারণা নেয়ার চেষ্টা করব।

F1 : সহায়তাকারী কি হিসেবে ব্যবহূত হয়F1 চাপলে প্রতিটি প্রোগ্রামের ‘HELP’ চলে আসে

F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডারের নাম বদলের (RENAME) জন্য ব্যবহূত হয়Alt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ফাইল খোলা হয়Ctrl+F2 চেপে ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ দেখা যায়

F3: এটি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়Shift+F3 চেপে ওয়ার্ডের লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ করা হয়

F4 : ওয়ার্ডের last action performed আবার (Repeat) করা যায় এ key চেপেAlt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়

F5 : মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয় F5 চেপেপাওয়ার পয়েন্টের স্লাইড শো শুরু করা যায়ওয়ার্ডের find, replace, go to উইন্ডো খোলা হয়

F6 : এটা দিয়ে মাউস কারসারকে ওয়েব ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায় (address bur) নিয়ে যাওয়া হয়Ctrl+Shift+F6 চেপে ওয়ার্ডে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়

F7 : ওয়ার্ডে লেখার বানান ও ব্যাকরণ ঠিক করা হয় এ key চেপেফায়ারফক্সের Caret browsing চালু করা যায়Shift+F7 চেপে ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার অভিধান চালু করা হয়

F8 : অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে এই keyসাধারণত উইন্ডোজ Safe Mode-এ চালাতে এটি চাপতে হয়

F9 : কোয়ার্ক এক্সপ্রেস ৫.০-এর মেজারমেন্ট টুলবার খোলা যায় এই key দিয়ে

F10 : ওয়েব ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয় এ key চেপেShift+F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা সংযুক্তি, লিংক বা ছবির ওপর মাউস   রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়

F11: ওয়েব ব্রাউজার পর্দাজুড়ে দেখা যায়

F12 : ওয়ার্ডের Save as উইন্ডো খোলা হয় এ কি চেপেShift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল সেভ করা হয় এবং    Ctrl+Shift+F12 চেপে ওয়ার্ড ফাইল প্রিন্ট করা হয়

0 comments:

Dhaka
World time

Follow us